ARTPOET.IN

বাংলা কবিতা

বাংলা ভাষায় কবিতার একটি সমৃদ্ধ ঐতিহ্য এবং এর বিভিন্ন রূপ রয়েছে। বাংলায় উদ্ভূত , বাংলা কবিতার ইতিহাস বিকাশের তিনটি ধারাবাহিক পর্যায় অতিক্রম করেছে: প্রাথমিক যুগের কবিতা (যেমন চর্যাপদ ), মধ্যযুগ এবং আধুনিক কবিতার যুগ । সব যুগেই কবিতার বিভিন্ন রূপ ও কাব্য ঐতিহ্য দেখেছে। বাঙালি রেনেসাঁর সময় এটি শিখরে পৌঁছেছিল যদিও এটির একটি সমৃদ্ধ ঐতিহ্য রয়েছে এবং এটি আন্দোলন থেকে স্বতন্ত্র হয়ে উঠেছে। যুগে যুগে প্রধান বাঙালি কবিরা হলেন চণ্ডীদাস , আলাওল , রামপ্রসাদ সেন , মাইকেল মধুসূদন দত্ত , নবীনচন্দ্র সেন , রবীন্দ্রনাথ ঠাকুর , দ্বিজেন্দ্রলাল রায় , সত্যেন্দ্রনাথ দত্ত , কাজী নজরুল ইসলাম , জীবনানন্দ দাশ , জসীমউদ্দীন , সুকান্ত আল মহম্মদ প্রমুখ।

error: Content is protected !!
Scroll to Top