ARTPOET.IN

সিন্ধুগর্ভ | sindhugorbho

উপরে স্রোতের ভরে ভাসে চরাচর

নীল সমুদ্রের ‘পরে নৃত্য ক’রে সারা।

কোথা হতে ঝরে যেন অনন্ত নির্ঝর,

ঝরে আলোকের কণা রবি শশী তারা।

ঝরে প্রাণ, ঝরে গান, ঝরে প্রেমধারা–

পূর্ণ করিবারে চায় আকাশ সাগর।

সহসা কে ডুবে যায় জলবিম্ব-পারা–

দুয়ে একটি আলো-রেখা যায় মিলাইয়া,

তখন ভাবিতে বসি কোথায় কিনারা–

কোন্‌ অতলের পানে ধাই তলাইয়া!

নিম্নে জাগে সিন্ধুগর্ভ স্তব্ধ অন্ধকার।

কোথা নিবে যায় আলো, থেমে যায় গীত–

কোথা চিরদিন তরে অসীম আড়াল!

কোথায় ডুবিয়া গেছে অনন্ত অতীত!

  – রবীন্দ্রনাথ ঠাকুর

error: Content is protected !!
Scroll to Top