ARTPOET.IN

উড়িয়ে ধ্বজা অভ্রভেদী রথে | uriye dhwoja obhrobhedi rothe

  উড়িয়ে ধ্বজা অভ্রভেদী রথে

              ওই যে তিনি, ও ই যে বাহির পথে।

       আয় রে ছুটে, টানতে হবে রশি,

       ঘরের কোণে রইলি কোথায় বসি।

       ভিড়ের মধ্যে ঝাঁপিয়ে পড়ে গিয়ে

              ঠাঁই করে তুই নে রে কোনোমতে।

       কোথায় কী তোর আছে ঘরের কাজ,

       সে-সব কথা ভুলতে হবে আজ।

       টান্‌ রে দিয়ে সকল চিত্তকায়া,

       টান্‌ রে ছেড়ে তুচ্ছ প্রাণের মায়া,

       চল্‌ রে টেনে আলোর অন্ধকারে

              নগর গ্রামে অরণ্যে পর্বতে।

                    ওই যে চাকা ঘুরছে ঝনঝনি,

                    বুকের মাঝে শুনছ কি সেই ধ্বনি।

              রক্তে তোমার দুলছে না কি প্রাণ।

              গাইছে না মন মরণজয়ী গান?

              আকাঙক্ষা তোর বন্যাবেগের মতো

                    ছুটছে নাকি বিপুল ভবিষ্যতে।

                          – রবীন্দ্রনাথ ঠাকুর

error: Content is protected !!
Scroll to Top